ডেস্ক রিপোর্ট:
ময়মনসিংহের গফরগাঁও থানাধীন ব্রহ্মপুত্র নদের টাংগাব ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকা থেকেঅ জ্ঞাত নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লাশের গায়ে নীল ও হলুদ রঙের জামা ছিল।
আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার টাংগাব ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পাগলা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পাগলা থানার ওসি রাজু আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে নাম পরিচয় বের করার চেষ্টা চলছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।