শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নারায়ণগঞ্জের বিস্ফোরণে দগ্ধ দুই নারীর মৃত্যু, আশঙ্কাজনক আরও দুজন


নারায়ণগঞ্জের বিস্ফোরণে দগ্ধ দুই নারীর মৃত্যু, আশঙ্কাজনক আরও দুজন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৯.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চারতলা ভবনের একটি ফ্লাটে গ্যাসের লাইন বিস্ফোরণে নিপা আক্তার (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলা সদরের দিঘিরপাড় এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধদের ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নিপা আক্তার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার বড় বোন ইভা ইসলাম।

দগ্ধরা হলেন- জিয়াউর রহমান সোহান (৪৫), চায়না বেগম (৩৫), হাসিনা মমতাজ (৫৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার পৌরসভার দিঘিরপাড় এলাকার সরকারি সফর আলীর কলেজের দক্ষিণ পাশে ছানাউল্লাহ নামে এক ব্যক্তির চারতলা ভবনের চতুর্থ তলায় হাসিনা মমতাজ নামের এক নারী তার পরিবার নিয়ে ভাড়া থাকেন। ওই ভবনে তিতাস গ্যাসের পাইপলাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নেন বাড়ির মালিক। গ্যাস লাইনের লিকেজ থেকে জমা হওয়া গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফ্লাটে থাকা চার জন অগ্নিদগ্ধ হন। এ সময় ভবনে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হস্তান্তর করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, অগ্নিদগ্ধ চার জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি