সোমবার,১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


জিম্বাবুয়েতে সোনার খনি ধসে নিহত ৬, আটকা পড়েছে ১৫


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

জিম্বাবুয়েতে এক সোনার খনিতে ধসের ঘটনায় অন্তত ছয় জন নিহত হয়েছে। এতে আটকা পড়ে আছে আরও ১৫ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকালে বে হর্স সোনার খনিতে ধসের ঘটনা ঘটে। এটি দেশটির রাজধানী থেকে ১০০ কিলোমিটার দূরে। শুরুতে ৩০ জন আটকা পড়ে ছিল।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে ১৩ জন খনির কর্মীকে উদ্ধার করা হয়েছে। জেডবিসি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, খনির ভেতরে আটকে পড়াদের কাছে পৌঁছাতে অভিযান চলছে। তবে ঠিক কী কারণে খনিতে ধসের ঘটনা ঘটল তা এখন পর্যন্ত জানা যায়নি।

জিম্বাবুয়ের খনি ফেডারেশন জানিয়েছে, তাদের সেক্রেটারি জেনারেল ও চেগুতু মাইনার্স এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ঘটনাস্থলে যাবেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে প্রায় খনিতে ধসে ঘটনা ঘটে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি