স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরু হবে বৃহস্পতিবার। হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত আসরের ফাইনালে খেলা ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে।
বিশ্বকাপ শুরুর আগ থেকেই আসরে অংশ নিতে যাওয়া ফেভারিট দলগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। সাবেক তারকা ক্রিকেটাররা বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন।
ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার মাইকেল ভন নিজের অফিসিয়াল টুইটারে লেখেন- এই সপ্তাহে বিশ্বকাপ শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না। আমার দৃষ্টিতে সেমিফাইনালে খেলতে পারে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান।