শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইউরেনিয়ামের চতুর্থ চালান পৌঁছেছে রূপপুরে


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০২৩

ইউরেনিয়ামের চতুর্থ চালান পৌঁছেছে রূপপুরে
ডেস্ক রিপোর্ট:

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েলের (ইউরেনিয়াম) চতুর্থ চালান পৌঁছেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ইউরেনিয়াম গাড়ি প্রকল্প এলাকায় প্রবেশ করলে কর্মকর্তারা স্বাগত জানান।

রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ ও প্রশাসন বিভাগের প্রধান অলক চক্রবর্তী জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাশিয়া থেকে পূর্ববর্তী তিনটি চালানের মতোই বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায় ইউরেনিয়াম। শুক্রবার ভোরে ইউরেনিয়ামের এ চালান ঢাকা থেকে সড়কপথে রওনা হয়। সাড়ে ৯টার দিকে রূপপুরে পৌঁছায়।

ঈশ্বরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের চতুর্থ চালান সড়কপথে রূপপুরে আনা হয়েছে। সড়কপথে ইউরেনিয়ামের চালানবাহী গাড়িবহর আসার সময় কিছুক্ষণের জন্য সড়কে অন্য যানবাহন চলাচল বন্ধ ছিল।

গেলো ২৯ সেপ্টেম্বর প্রথম, ৬ অক্টোবর দ্বিতীয় এবং ১৩ অক্টোবর ইউরেনিয়ামের তৃতীয় চালান কড়া নিরাপত্তায় ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছায়। মোট সাতটি চালানের মধ্যে পর্যায়ক্রমে আরও তিনটি চালান দেশে আসবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি