সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৮


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকার একটি ঐতিহ্যবাহী গির্জায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ছাড়া ধসে পড়েছে গির্জার একাংশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

ঐতিহ্যবাহী ওই গির্জার নাম সেইন্ট পরফিরিয়াস চার্চ। ১২ শতকে নির্মিত এই গির্জাটি অনেক ইতিহাসের স্বাক্ষী। উপত্যকার হামাস পরিচালিত সরকারের পক্ষ থেকে ১৮ জন খ্রিস্টান

ফিলিস্তিনি নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছেহামাস জানায়, গির্জায় নিরপরাধ ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলিদের হামলায় তাদের প্রাণ হারাতে হলো।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়,তাদের ফাইটার জেট হামাসের কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে হামলা চালায় তারা। এতে গির্জার একটি দেয়াল ধসে পড়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি