ভারতের জম্মু কাশ্মীরের আর্নিয়া সেক্টরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার ভোর ৩টা পর্যন্ত অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান। এমনই অভিযোগ করেছে ভারত। পাকিস্তানের মর্টার শেলের আঘাত থেকে জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে স্থানীয় বাসিন্দারা।
একতা নামের এক নারী বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, প্রথম সীমিত আকারে গোলাবর্ষণ ছিল। কিন্তু রাত ৮টা নাগাদ আমাদের বাড়িতে বড় মর্টার শেল আঘাত হানে। এতে আমাদের রান্নাঘর ধ্বংস হয়েছে এবং জানালা ভেঙে গেছে কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা বেঁচে গেছি।
সারপাঞ্জ গ্রামের আরেক বাসিন্দা দেব রাজ চৌধুরী এএনআইকে বলেন, একতা এবং তার পরিবার ওই রাত হামলার শিকার ঘরেই কাটাই এবং প্রার্থনা করি আর যেন হামলা না হয়। তবে পাকিস্তানের গোলাবর্ষণ থেকে বাঁচতে অনেকেই বাঙ্কারে লুকায় বলে জানান।
এক বাসিন্দা জানান, আমাদের নিরাপত্তার জন্যই বাঙ্কারগুলো দরকার। ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পাকিস্তান বড় ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর আগে গত সপ্তাহে পাকিস্তানের ছোড়া গুলিতে দুইজন ভারতের সেনা আহত হয়েছে।
তবে সবশেষ এ হামলা নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।