শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ২০


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০২৩


ডেস্ক রিপোর্ট:

বিএনপিসহ সমমনা দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জ ও আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন। বেশ কয়েকটি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কে রণক্ষেত্রে পরিণত হয় এবং প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কে সংঘর্ষে পুলিশের ছোড়া রাবার বুলেটে বিএনপির ১৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। অপরদিকে হরতালের সমর্থনে নারায়ণগঞ্জ শহরের পৃথক স্থানে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সকালে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকায় শিবিরের কর্মীরা ২টি বাস ভাংচুর করে একটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার হরতাল সমর্থনে আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে মিছিল বের করে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে শুরু হয় সংঘর্ষ।

পুলিশ প্রথমে লাঠিচার্জ করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরবর্তীতে তারা একত্রিত হয়ে আবারো পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করলে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়তে শুরু করে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন কর্মীরা।

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে বান্টি বাজার থেকে পাচরুখী পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এ সময় নজরুল ইসলাম আজাদ দাবি করেন, তাদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ অতর্কিতে হামলা করেছে। সংঘর্ষে তিনিসহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ খান, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদসহ অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন।

অপরদিকে রোববার সকালে নারায়ণগঞ্জ শহরের প্রেস ক্লাবের পেছনে বালুরমাঠ রেলগেট থেকে বিএনপির একটি মিছিল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এলে পুলিশ বাধা দেয় এবং সংঘর্ষ শুরু হয়। এ সময় তাদের সঙ্গে শিবিরের একটি গ্রুপও যোগ দিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। সংঘর্ষ প্রায় আধঘণ্টা চলে। পুলিশের রাবার বুলেটের কাছে টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল আলম সজল দাবি করেন, পুলিশ অতর্কিত গুলি ছুড়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমাদের ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।

আড়াইহাজারের সংঘর্ষের বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম জানান, ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিএনপি বিক্ষোভ মিছিল করায় তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

অপরদিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহসান বলেন, প্রেস ক্লাবের সামনে বিএনপির লোকজন মিছিল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এ সময় কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়তে হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি