স্পোর্টস ডেস্ক:
একের পর এক ধাক্কা শ্রীলঙ্কা ক্রিকেটে। একে তো বিশ্বকাপে চূড়ান্ত ভরাডুবির মুখে পড়তে হয়েছে কুশল মেন্ডিসদের। তার উপর বিশ্বকাপ অভিযান শেষ করার পরেই আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করে শ্রীলঙ্কা বোর্ডকে। এবার একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগও হাতছাড়া হলো দ্বীপরাষ্ট্রের।
মঙ্গলবার আইসিসির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে আইসিসি সেই টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রশাসনিক ডামাডোলের দিকে তাকিয়েই এমন সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে শ্রীলঙ্কা নির্বাসিত হওয়ার পরেই যুব বিশ্বকাপ আয়োজনের স্বত্ব হারানোর আশঙ্কা উঁকি দিচ্ছিল তাদের। শেষেমশ মঙ্গলবার আমদাবাদের বোর্ড মিটিংয়ে সেই সম্ভাবনায় সিলমোহর দেয় আইসিসি। দ্বীপরাষ্ট্রের যাবতীয় ক্রিকেট কর্মযজ্ঞ নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উপরে যে নির্বাসনের শাস্তি চাপিয়ে দিয়েছে আইসিসি, তা বলবৎ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সূচি অনুযায়ী-নতুন বছরের ১৪ জানুয়ারি শুরু হওয়ার কথা ২০২৪-এর যুব বিশ্বকাপ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি। শ্রীলঙ্কায় থেকে দক্ষিণ আফ্রিকায় সরলেও একটি সমস্যা এক্ষেত্রে মাথা চাড়া দেয়। আসলে সেই সময়ে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে এসএ-২০’র দ্বিতীয় সংস্করণ। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের নতুন এই টি-২০ লিগ অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।