সোমবার,১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » নারায়ণগঞ্জ-৪ আসনে পঞ্চমবারের মতো নৌকার প্রার্থী শামীম ওসমান


নারায়ণগঞ্জ-৪ আসনে পঞ্চমবারের মতো নৌকার প্রার্থী শামীম ওসমান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শামীম ওসমান। রবিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেছেন। নারায়ণগঞ্জ-৪ আসনটি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা ও সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত।

নারায়ণগঞ্জ-৪ আসনটি বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার ২০৭ নম্বর আসন।

এই আসনে শামীম ওসমান ১৯৯৬, ২০০১, ২০১৪ ও ২০১৮ সালে মোট ৪ বার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ৩ বার তিনি বিজয়ী হন। ২০০১ সালে তিনি নৌকার হয়ে মোট ১ লাখ ৬ হাজার ১০৪ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া ২০১৪ সালে তিনি নৌকার প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

নারাগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৬ লাখ ৫১ হাজার ১২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২৯ হাজার ৬৪৬ জন ও নারী ভোটার ৩ লাখ ২১ হাজার ৪৭৭ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি