ভারতকে হারিয়ে এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর নিজেদের মতো করেই সময়গুলো উদযাপন করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। দেশটি চাম্পিয়ন হয়ে যতটা না আলোচিত হয়েছে, তার থেকে বেশি আলোচনার সৃষ্টি করেছে মিচেল মার্শের বিশ্বকাপ ট্রফির ওপর পা তুলে ছবি তোলা।
যা মোটেও ভালোভাবে নেননি ভারতীয় ক্রিকেট সমর্থকরা। অজি ক্রিকেটারের সমালোচনায় মুখর হয়েছেন তারা। এবার সেই তালিকায় যোগ দিলেন দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও ঊর্বশী রাউতেলা।
নিজের ইনস্টাগ্রামে বিশ্বকাপ ট্রফির সঙ্গে তোলা ছবি পোস্ট করে ঋতুপর্ণা লিখেছেন— ‘একটি স্বনামধন্য সংবাদ সংস্থার সৌজন্যে মর্যাদাপূর্ণ বিশ্বকাপের ট্রফিটিকে দেখার এবং স্পর্শ করার সুযোগ পেয়েছিলাম। যে মুহূর্তটার জন্য আমি গর্বিত। এই বিশেষ ট্রফিটির মর্যাদা, মূল্যবোধ আমি উপলব্ধি করতে পেরেছি। ওই ঘটনা ভীষণ হতাশাজনক। বিশ্বকাপের সম্মান খর্ব করা হয়েছে। একটা বিশ্বকাপজয়ী দলের কাছে ট্রফি নিয়ে এ ধরনের আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।’
এর পর মিচেল মার্শের সমালোচনায় মেতেছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। তিনিও ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যার কোনোটিতে বিশ্বকাপ মাথায় করে রেখেছেন কপিল দেব, আবার কোনোটায় ঘুমানোর সময় কাপকে জড়িয়ে ধরে রেখেছেন ফুটবল তারকা লিওনেল মেসি।
এই ছবিগুলো দিয়ে মার্শকে খোঁচা মেরে অভিনেত্রী লিখেছেন— ‘ভাই, একটু তো সম্মান প্রদর্শন কর।’ হ্যাশট্যাগে লেখা— ‘মিচেল মার্শ বিশ্বকাপের ওপর পা রেখে একেবারে কুল।’
এর আগে এবারের বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছিলেন ঊর্বশী। ট্রফিকে চুম্বন দিতেও দেখা গিয়েছিল তাকে।