রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন শ্রীলঙ্কা ও পাকিস্তানের হাইকমিশনার, মিশরের রাষ্ট্রদূত ও হলি-সি ভ্যাটিকান সিটির এপস্টলিক নানসিও।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে আজ দুপুরে বঙ্গভবনে পৃথকভাবে নিজ নিজ পরিচয়পত্র পেশ করেন তারা।
বাংলাদেশে নবনিযুক্ত আবাসিক দূতগণ হলেন- শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাকদি ও পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি ও ভ্যাটিকান সিটির এপস্টলিক নানসিও কেভিন রেন্ডাল।