রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মাইকিং করে পেঁয়াজ বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীদের নিয়ে সভা করেছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সভায় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করতে প্রয়োজনে মাইকিং ঘোষণা দেয় দোকান মালিক সমিতি।

কুমিল্লা দোকান মালিক সমিতির সম্পাদক আতিক উল্যাহ খোকন বলেন, বুধবার থেকে সবাইকে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করতে হবে। তাহলে পেঁয়াজের দাম ১০০ টাকার নিচে নেমে আসবে। প্রয়োজনে মাইকিং করে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করা হবে। তবে কেউ যেন অবৈধ মজুদ না করতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে।

অন্যদিকে, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে কুমিল্লার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, কুমিল্লা নগরীতে অন্তত ৩০টি দোকানে তদারকি অভিযান পরিচালনা করা হয়। পেঁয়াজের ক্রয় রশিদ এবং বিক্রয় রশিদে অমিল থাকায় দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি