শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সংসদ নির্বাচন দেখতে চান ২২৭ বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিক


সংসদ নির্বাচন দেখতে চান ২২৭ বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০২৩


ডেস্ক রিপোর্ট:

এখন পর্যন্ত ২২৭ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন।

আজ রবিবার বিদেশিদের ভিসা ছাড়পত্র ও অ্যাক্রেডিটেশন প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট ৮টি দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, ১৫৬ জন বিদেশি পর্যবেক্ষক এবং ৭১ জন বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ ও নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

তাছাড়া আসন্ন নির্বাচন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ, এনএসআই, এবং ডিজিএফআই-এর প্রতিনিধিদের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা করবে ইসি।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সম্মেলন কক্ষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি