বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চব্বিশের নির্বাচনী ইশতেহারে ২৪ প্রতিশ্রুতি জাপার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০২৩


ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে নির্বাচনী ইশতেহারে ২৪ বিষয়কে গুরুত্ব দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এ ইশতেহার ঘোষণা করেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

মুজিবুল হক চুন্নু তাদের নির্বাচনী ইশতেহারে ২৪টি বিষয়কে গুরুত্ব দিয়ে ইশতেহার ঘোষণা করেন। ২৪টি বিষয়ের মধ্যে রয়েছে- প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, নির্বাচন পদ্ধতির সংস্কার, পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তন, সুশাসনের বাংলাদেশ, বিচার বিভাগের স্বাধীনতা এবং মামলার জটের অবসান, শিক্ষিত-অশিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান, স্বাস্থ্য সেবা সম্প্রসারণ, শিক্ষা পদ্ধতির সংশোধন, ইসলামিক আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ, সন্ত্রাস দমন ও মাদকের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ, সর্বোচ্চ ভর্তুকি দিয়ে কৃষকের কল্যাণ সাধন, খাদ্য নিরাপত্তা, নদী সংরক্ষণ ও ভাঙন রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ, জ্বালানি ও বিদ্যুৎখাতে স্থিতিশীলতা বজায় রাখা।

এছাড়া ইশতেহারে আরও রয়েছে শিল্প ও অর্থনৈতিক অগ্রগতি সাধন, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ, নারী সমাজের কল্যাণ সাধন, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি, আর্থিক প্রতিষ্ঠান-মুদ্রানীতি ও রাজস্বনীতির সংস্কার, গুচ্ছগ্রাম পথকলি ট্রাস্টের পুনঃপ্রতিষ্ঠা, রেশনিং ব্যবস্থা চালু, যোগাযোগ ব্যবস্থার সংস্কার এবং অভিবাসন।

ইশতেহার ঘোষণা শেষে পার্টির মহাসচিব চুন্নু বলেন, দেশ এখন ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। গোটা বিশ্ব এখন নতুন শতাব্দীতে পদার্পণ করছে। এই সময়ে বিশ্বের দেশগুলো নতুন তথ্য প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের আর পিছিয়ে পড়ে থাকার অবকাশ নেই। এগিয়ে যাওয়ার সময়। জাতীয় পার্টি যুগের সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী পদক্ষেপের দেশ ও জনগণের কল্যাণে সবসময় ব্রতী থাকবে। জাতীয় পার্টি এখন সুখী, সমৃদ্ধ এবং আধুনিক দেশ গড়ার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি জাতীয় পার্টি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও তাদের চাহিদা পূরণে সফল হবে।

নির্বাচনী ইশতেহার ঘোষণায় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ছাড়াও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি