রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সকল জল্পনার অবশান ঘটিয়ে প্রতিক বরাদ্ধ পেলেন জাহাঙ্গীর আলম সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০২৩

মোঃ রাসেলঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -০৩ (মুরাদনগর) সংসদীয় আসনের সতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের মনোনয়ন পত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পর্যাক্রমে এ বাতিল আদেশ বহাল থাকে নির্বাচন কমিশন অফিস ও হাইকোর্টেও।

তারপর তিনি হাইকোর্টের আপিল ডিভিশনে আপিল করলে মহামান্য হাইকোর্টের আপিল ডিভিশন ওনার মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করার পর বুধবার সন্ধার সময় তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে জেলা রিটানিং কর্মকর্তা খন্দকার মুহা. মুশফিকুর রহমানের কাছ থেকে প্রতিক বরাদ্ধ নেন।

তিনি তার পছন্দের প্রতিক ঈগল পেয়ে বলেন,আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে লাখোকোটি শুকরিয়া। তিনি তার জয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যক্ত করেন। তিনি বলেন, এবার উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে নির্বাচন হবে। মুরাদনগরের মানুষ নির্বাচনে আমাকে ভোট দেওয়ার জন্য আগ্রহে অপেক্ষা করছে। ইনশাআল্লাহ আগামী ৭ জানুয়ারী নির্বাচনে মুরাদনগরের জনগন আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি