বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অসহযোগ আন্দোলনের মানে বিএনপি নিজেরাও বোঝে না : শিক্ষামন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০২৩


ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অসহযোগ আন্দোলনের মানে বিএনপি নিজেরাও বোঝে না। যার কারণে ওরা মানুষ পুড়িয়ে মারার তৎপরতা চালাচ্ছে। অসহযোগের নামে মানুষ হত্যা, ট্রেন, বাসে এবং ট্রাকে আগুন দিচ্ছে। যে কারণেই ওদের ওই অসহযোগ আন্দোলনে জনগণের কোনো সমর্থন নেই।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের নিলুফা বেগমের আয়োজনে আলুমুড়া ইদ্রিস পাটোয়ারী বাড়িতে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সঙ্গে লোকজন দেখা যায় না। হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ঘোষণা দিয়ে দুজন-পাঁচজন নিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করে নাশকতা করে কখনোই জনসমর্থন পাওয়া যায় না।

মন্ত্রী বলেন, অসহযোগ মানে নাশকতা নয়। যারা নাশকতা এবং সহিংসতা করে, তারা যুদ্ধাপরাধীদের দোসর এবং তারা অসহযোগের মানেও বোঝে না।

এর আগে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি