ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় পূর্ব শত্রুতার জের ধরে হোসনে আরা (১৪) নামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্ররাসা ছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোররাতে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। হোসনে আরা নিমবাড়ী গ্রামের নাসির মিয়ার মেয়ে। কিন্তু প্রতিপক্ষের দাবী, নিজেরাই মেরে আমাদের হয়রানি করতে এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহার আলী ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু আহাম্মদ।
নিহত হোসনে আরার মা নাদিরা বেগম বলেন, পূর্ব শত্রুতার কারনে বুধবার ভোররাতে নিমবাড়ী গ্রামের মৃত সুদন ভূইয়ার ছেলে রতন মিয়া, মোস্তফা মিয়া ও একই বাড়ির শিবা মিয়া এবং রুবেল মিয়া দরজা ভেংগে ঘরে প্রবেশ করে ঘুমিয়ে থাকা হোসনে আরাকে ছুরিকাঘাত করে। মেয়েকে বাঁচাতে গেলে তাকে ছুরিকাঘাত করে চলে যায় আক্রমণকারীরা। পরে আহত হোসনে আরাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ একরাম হোসেন তাকে মৃত ঘোষনা করেন।
অভিযুক্ত রতন মিয়া জানান, কাবিলের গোষ্ঠির লোকজনদের করা পুর্বের দুটি হত্যা মামলার রায় ঘোষনা হওয়ার কথা রয়েছে আগামী ১৫ জানুয়ারি। ওই রায়ে তাদের সাজা হবে জেনে প্রতিপক্ষের কাবিলের গোষ্ঠীর সাক্কু মিয়ার নেতৃত্বে পরিকল্পিতভাবে দরিদ্র পরিবারটিকে মোটা অংকের টাকার লোভ দেখিয়ে এই মেয়েটিকে হত্যা করে নিজেদের সাজা থেকে বাঁচাতে এবং আমাদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মেয়েটি সম্পর্কে ভাতিজি হয়। তাকে মারতে যাবো কেনো। আমাদের বিরুদ্ধে এটি পরিকল্পিত সাজানো ঘটনা।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহাম্মেদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।