বিশ্ব ইজতেমা ময়দানে যৌতুকবিহীন গণবিয়ে পড়ানো হয়েছে। এ বছর ৭২ জোড়া যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়েছে। বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহাইরুল হাসান।
শনিবার বাদ আসর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চ থেকে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
বিয়ে পড়ানোর আগে জুহাইরুল হাসান বলেন, ‘ইসলাম শুধু যৌতুক প্রথার বিরোধীই নয়, বিয়ে-শাদির ক্ষেত্রে সব ধরনের অপচয়েরও বিপক্ষে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বিয়েই সর্বাধিক বরকতময়, যে বিয়েতে ব্যয় খুব সামান্যই হয়। তবে কোনো ধরনের চাপ ও শর্ত ছাড়া কন্যাপক্ষ খুশি মনে বরকে বা বরপক্ষকে কিছু দিলে তা যৌতুক হবে না, বরং তা উপহার বা হাদিয়া হিসেবে গণ্য হবে।’
এর আগে দুপুরে বিয়ের জন্য বর ও কনের তালিকা নেওয়া হয়। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা দেওয়া হয়। বয়ান শেষে ওইসব বর ও কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত বর-কনের স্বজনদের ও মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়।
উল্লেখ, আগামী ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের সমাপ্তি ঘটবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় ধাপ।