বৃহস্পতিবার,৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


মসজিদে নববীতে আগতদের ৪টি জরুরি নির্দেশনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০২৪

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মসজিদে নববীতে আগতদের জন্য চারটি জরুরি নির্দেশনা জারি করছে।

হজ ও ওমরা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক ও এক্স (টুইটার) অ্যাকাউন্টে এই নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে নববীতে আগতরা নিজেদের মূল্যবান সময় দুনিয়ারি কথা ও কাজে নষ্ট করবেন না। মসজিদে নববীতে অবস্থানের সময় নিজেকে বেশি বেশি ইবাদতে মগ্ন রাখুন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পবিত্র এই মসজিদের পবিত্রতা রক্ষার্থে এর পরিচ্ছন্নতার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিন। এই মসজিদের সব ব্যবস্থাপনা ও সুবিধা আপনার সেবার জন্য, যেন আপনি একাগ্রতার সঙ্গে ইবাদত করতে পারেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আগতরা মসজিদের নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্বরত কর্মী ও সংশ্লিষ্টদের কাজে সহায়তা করুন এবং তাদের নির্দেশনা মেনে চলুন। এতে আপনি কষ্ট থেকে রক্ষা পাবেন এবং ইবাদত পালনের সময় প্রশান্তি লাভ করবেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, মসজিদে নববীতে অবস্থানের পুরো সময়টি গুরুত্বপূর্ণ, তাই কোনো মুহুর্ত নষ্ট করবেন না। এই জায়গার গুরুত্ব অনুধাবন করে নিজে ধীরস্থিরভাবে ইবাদত পালন করুন এবং অন্যের ইবাদতে বিঘ্নতা সৃষ্টি থেকে বিরত থাকুন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি