শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ২১ এপ্রিল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ


২১ এপ্রিল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০২৪


ডেস্ক রিপোর্ট:

মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্ব এক‌টি প্রতিনিধিদল আগামী ২১ এপ্রিল ঢাকায় আস‌ছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের পর যুক্তরাষ্ট্র থে‌কে প্রথম প্রতি‌নি‌ধিদ‌লের ঢাকা সফর হ‌বে এটি।

কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, বাণিজ্য সম্প্রসারণ, শ্রম আইন সংস্কার, তথ্য আইনের সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ের জটিলতা দূর করতে আগামী সপ্তাহে বৈঠকে বস‌বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এতে যোগ দিতে তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়- ইউএসটিআরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ।

তার নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সংক্রান্ত পরিষদের ইন্টারনাল বৈঠক করবে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি