ডেস্ক রিপোর্ট:
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘প্রার্থী যে দলেরই হোক না কেনো ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ভোটকেন্দ্র এবং ভোটকেন্দ্রের বাইরে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। ভোটের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’
আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি এ সময় বিভিন্ন প্রার্থীর অভিযোগ শোনেন।
তিনি বলেন, ‘দেশের সব ধরনের নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ করতে কমিশন কাজ করে যাচ্ছে। আগামী উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের সকলকে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানাই। একইসঙ্গে ভোটের পরিবেশ এবং ভোটারদের ভোটকেন্দ্রে আনতে আগ্রহ সৃষ্টির জন্য প্রার্থীদের অনুরোধ জানাই।’
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের উপ মহাপরিদর্শক রাজশাহী রেঞ্জ আনিসুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সংবাদমাধ্যমকর্মীরা।