রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বার্সার খেলোয়াড়দের মানসিকতা নিয়ে ‘লজ্জিত’ জাভি


বার্সার খেলোয়াড়দের মানসিকতা নিয়ে ‘লজ্জিত’ জাভি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০২৪

স্পোর্টস ডেস্ক:

প্রথমে লিড নিয়েও হার। গত এক মাসে বার্সেলোনার জন্য এটি ছিল একটি নিয়মিত ঘটনা। এমন হারের জন্য খেলোয়াড়দের ঘাড়েই দোষ চাপিয়েছেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। খেলোয়াড়দের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন জাভি।

জাভির ভাষ্য, ‘এটা লজ্জার যে আমরা যেকোনো নেতিবাচক পরিস্থিতিতে ভেঙে পড়ি। এগুলো নির্দিষ্ট কিছু ভুল। আমরা খেলোয়াড়দের সব আত্মবিশ্বাস দিয়েছি, কিন্তু এটা খুবই কঠিন। এটা পরিপক্কতারও অভাব। আশা করছি পরের বছর আরও ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারব।’

গতকাল জিরোনার কাছে ৪-২ গোলে হারে বার্সেলোনা। এর ফলে ৩৬তম লা লিগা নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। অথচ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের মতো এই ম্যাচেও প্রথমে এগিয়ে গিয়েছিল কাতালান ক্লাবটি। ৩ মিনিটের মধ্যেই আন্দ্রেয়া ক্রিস্টেনসেনের গোলে এগিয়ে যায় বার্সা। পরের মিনিটেই গোল শোধ করে জিরোনা। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টিতে গোল দিয়ে আবারও বার্সাকে এগিয়ে নেন রবার্তো লেভানদফস্কি। তবে ৬৫ থেকে ৭৪ মিনিট; ৯ মিনিটের ঝড়ে এলোমেলো হয়ে যায় বার্সা। ৩ গোল দিয়ে ম্যাচে এগিয়ে যায় জিরোনা। সেই গোল আর শোধ দিতে পারেনি জাভি হার্নান্দেজের শিষ্যরা।

গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের সঙ্গে তুলনা করে জিরোনার বিপক্ষে হারকে মাঠে খেলোয়াড়দের ‘স্পষ্ট ভুল’কে কারণ হিসেবে উল্লেখ করেন জাভি, ‘সত্যটি হচ্ছে, স্পষ্ট কিছু ভুলের কারণে আমরা (জিরোনার বিপক্ষে) ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছি, যেটা হতে পারে না। এটা আমাদের সঙ্গে ঘটেই যাচ্ছে…এটা মাদ্রিদ ম্যাচের কার্বন কপি। পরের বছর প্রতিযোগিতা করার জন্য আমাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে। আজ আমি দুঃখ ভারাক্রান্ত ও হতাশ। আমরা মুদ্রার দুই পিঠই দেখেছি।’

গত জানুয়ারিতে মৌসুম শেষে বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। তবে গত মাসে ক্লাব থেকে বলা হয় কিংবদন্তি এই মিডফিল্ডার তার সিদ্ধান্ত বদলেছেন এবং ২০২৫ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকবেন। জাভি জানিয়েছেন, ক্লাবের কর্তৃস্থানীয় হুয়ান লাপোর্ত ও ডেকো তাকে থাকার জন্য রাজি করিয়েছেন।

রিয়ালের কাছে লা লিগা শিরোপা হারালেও দ্বিতীয় স্থানের সঙ্গে জিরোনার সঙ্গে লড়াই করতে পারবে বার্সেলোনা। সমান ৩৪ ম্যাচে জিরোনার পয়েন্ট ৭৪ আর বার্সার ৭৩। ৩৮ ম্যাচ শেষে দুই নম্বরে থাকতে পারলে আগামী বছরের স্প্যানিশ সুপারকোপা খেলতে পারবে দলটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি