রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মারা গেলেন টাইটানিকের ক্যাপ্টেন বার্নার্ড হিল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৫.২০২৪

বিনোদন ডেস্ক:

‘টাইটানিক’ সিনেমার ক্যাপ্টেন স্মিথ আর নেই। হলিউডের তুমুল ব্যবসা সফল এ সিনেমার অভিনেতা ছিলেন ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথ। বাস্তবে যার নাম বার্নার্ড হিল। তিনি পাড়ি জমিয়েছেন অনন্তলোকে। মৃত্যুর আগপর্যন্ত ‘টাইটানিক’ ও ‘লর্ড অব দ্য রিংস’- সিনেমার জন্যে বিশেষভাবে সুখ্যাতি ছিল এই অভিনেতার।

রোববার ভোরে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার প্রতিনিধি লু কুলসন। তিনি জানান, অভিনেতা বার্নার্ড হিল রোববার ভোরে মারা গেছেন। যদিও মৃত্যুর কারণ জানাননি তিনি। মৃত্যুর সময় তার পাশে ছিলেন বাগদত্তা অ্যালিসন এবং ছেলে গ্যাব্রিয়েল।

বার্নার্ড হিলের মৃত্যুতে শোক জানাচ্ছে পুরো হলিউড। এক্স হ্যান্ডেলে স্কটিশ সংগীতশিল্পী বারবারা ডিকসন লিখেছেন- ‘তিনি অসাধারণ একজন অভিনেতা ছিলেন। তার সঙ্গে পথচলা সত্যিই অন্যরকম ছিল। শান্তিতে থাকুন বেনি।’ হিলের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন সহকর্মী থেকে ভক্তরা।

অস্কারজয়ী সিনেমা টাইটানিক মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। সেখানে ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথের চরিত্রটি দারুণভাবে ফুটয়ে তোলেন বার্নার্ড; যা এখনো মনে রেখেছে বিশ্বের কোটি কোটি মানুষ। শুধু তাই নয়, লর্ড অব দ্য রিংস–এ কিং থিওডেনের চরিত্রে অভিনয় করেও দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন বার্নার্ড হিল। পাশাপাশি ‘গান্ধী’, ‘শার্লি ভ্যালেন্টাইন’ এবং ‘দ্য স্করপিয়ন কিং’-এ অভিনয় করেও জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেতা।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের অধিবাসী বার্নার্ড। সবশেষ বিবিসি প্রযোজিত ‘দ্য রেসপন্ডার’ নামের একটি নাটকের মাধ্যমে টিভি পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। এমনকি কাকতালীয়ভাবে নাটকটির সম্প্রচার শুরু হয়েছে রোববার থেকেই। এতে বার্নার্ডের সঙ্গে আরও অভিনয় করেছেন খ্যাতনামা অভিনেতা মার্টিন ফ্রিম্যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি