শনিবার,২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ


ফেনীতে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০২৪

ডেস্ক রিপোর্ট:

ফেনীতে বজ্রপাতে মাহাদী হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

দুপুরে ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মাহাদী স্থানীয় মজুমদার বাড়ির আতিকুর রহমান মজুমদারের ছেলে।

স্থানীয়রা জানান, আকাশে কালোমেঘ দেখতে পেয়ে মাহাদী মাঠ থেকে গরু আনতে যায়। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি