মঙ্গলবার,১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


ঘূর্ণিঝড় রেমাল: বেশি ঝুঁকিতে আছে ৭টি জেলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০২৪

ডেস্ক রিপোর্ট:

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। রবিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত নাগাদ সময়ের মধ্যে ঘূর্ণিঝড় রেমাল দেশের উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এ কারণে পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানোর জন্য বলেছে আবহাওয়া অফিস।

এই ঘূর্ণিঝড়ের কারণে দেশের কয়েকটি জেলায় মহাবিপদ সংকেত দেখানোর কথা বলা হয়েছে। জেলাগুলো হচ্ছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং অদূরবর্তী দ্বীপ এলাকা। জেলাগুলো ঘূর্ণিঝড় রেমালের আঘাতের সর্বাধিক ঝুঁকিতে রয়েছে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবের কারণে আজ বিকেল তিনটা থেকে ১৪ জেলায় ভারী বৃষ্টিপাতসহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। উপকূলের দিকে এটি যতই আসতে থাকবে, ততই দমকা হাওয়াসহ বৃষ্টিপাত ক্রমশ বাড়তে থাকবে।

তিনি আরও জানান, এদিন সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ সময়ে ঘূর্ণিঝড়টি মোংলার কাছ দিয়ে পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

এদিকে, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখানোর জন্য বলা হয়েছে। এ ছাড়া ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি