বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় লরির সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকার চালকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০২৪

লরির সঙ্গে সংঘর্ষেব্রাহ্মণবাড়িয়ায় লরির সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকার চালকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় লরির সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (২৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বুধল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ঢাকার মহাখালী এলাকার আব্দুল গণির ছেলে এবং তিনি প্রাইভেটকারের চালক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম প্রাইভেটকারের মালিক ছিলেন এবং এটি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি ঢাকা থেকে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া এসেছিলেন। ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি