শুক্রবার,১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০২৫


মোঃ জামাল উদ্দিন দুলাল:

কুমিল্লার দেবিদ্বারে মোঃ হোসাইন নামের সাড়ে তিন বছরের এক শিশুকে ধারালো কাচি দিয়ে মাথায় কুপিয়ে এবং পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশি মোঃ হাসান (৩৫) ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। মোঃ হোসাইন রসুলপুর গ্রামের হাজী মোহাম্মদ সুমন সরকারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের হাজী মোহাম্মদ সুমন সরকারের সাথে প্রতিবেশি মোঃ হাসান (৩৫) এর সাথে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকালে হাজী মোহাম্মদ সুমনের সাড়ে তিন বছরের ছেলে মোঃ হোসাইন বাড়ীর অন্যান্য ছেলেদের সাথে প্রতিবেশি হাসানের বসত বাড়ীর উঠানে খেলা ধুলা করার সময় হাসান তার হাতে থাকা ধারালো কাচি দিয়ে শিশু হোসাইনের মাথার পিছনে ডান পাশে কুপ মারিয়া কেটে ফেলে, এতে শিশু হোসাইন গুরুত্বর আহত হয়ে মাটিতে পড়ে যায়। ওই সময় হাসানের ছেলে নাফি(১৫) ও স্ত্রী মোসাঃ মাহমুদা আক্তার(৩২) এসে রক্তাক্ত শিশু হোসাইনকে আবারো পিটিয়ে গুরুত্বর আহত করে। এ সময় শিশু হোসাইনের ছোট চাচা মোঃ ইমরান(১৭) ভাতিজাকে বাঁচাতে গিলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শিশু হোসাইনের বাবা হাজী মোহাম্মদ সুমন সরকার বলেন, পারিবারিক সমস্যা থাকতে পারে, তাই সাড়ে তিন বছরের শিশুকে এভাবে কুপিয়ে ও পিটিয়ে যারা আহত করতে পারে, তাদের আমি মানুষ বলে মনে করি না। তারা আমার ছোট শিশুকে হত্যার উদ্দেশ্যে এভাবে মেরেছে। আমি তাদের বিচার চাই।

এ ব্যাপারে দেবিদ্বার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, অভিযোগ পেয়েছি, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি