শুক্রবার,১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০২৫


ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার ভোর সোয়া ছয়টার দিকে উপজেলা সদরের বড্ডাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে মালবোঝাই একটি ট্রাক হবিগঞ্জের দিকে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কে যানজট থাকায় ট্রাকটি বিকল্প রুট সরাইল-নাসিরনগর-লাখাই সড়ক ব্যবহার করছিল। এ সময় ভোর সোয়া ছয়টার দিকে ট্রাকের সঙ্গে অটোরিকশাটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক এবং একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম জানায়, লাশ দুটি উদ্ধার করা হয়েছে এবং ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া শুরু করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি