ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শনিবার দুপুর ১২টার দিকে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকার এই ঘটনাটি ঘটে।
মৃত শিশুরা হলো মো. তাকরিম (৩) ও মো. আদনান (৫)। তাকরিম কুট্টাপাড়া উত্তর এলাকার আক্তার হোসেনের ছেলে এবং আদনান উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে। তারা মামাতো-ফুফাতো ভাই ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে আদনান তার নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে সে তার মামাতো ভাই তাকরিমের সাথে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। খেলার সময় অসতর্কতার কারণে দুজনই পুকুরের পানিতে ডুবে যায়।
পরে তাদের পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কোথাও খুঁজে পায়নি।
দুপুরে স্থানীয়রা পুকুরে দুটি মৃতদেহ ভাসতে দেখতে পান। তারা শিশু দুইজনকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সরাইল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
























































