শুক্রবার,১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


মাঠের নেতা ইয়াছিনকে মনোনয়নের দাবিতে কুমিল্লায় তৃণমূলের কঠোর অবস্থান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১১.২০২৫


হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা–০৬ (সদর, সদর–দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছে তৃণমূল নেতাকর্মীরা।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর কান্দিরপাড় পূর্বালী চত্বরে ‘বিগত ১৭ বছর মামলা–হামলায় নির্যাতিত বিএনপির তৃণমূল নেতাকর্মী’ ব্যানারে এই অবস্থান অনুষ্ঠিত হয়। এটি ধারাবাহিক আন্দোলনের ষষ্ঠ দিনের কর্মসূচি।

আয়োজকরা জানান, দীর্ঘ ১৭ বছর ধরে মামলা, হামলা, জেল, গুম ও হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি পরিবারগুলোর পাশে মানবিক দায়িত্ব হিসেবে সবসময় দাঁড়িয়েছেন হাজী ইয়াছিন। কারাবন্দী নেতাকর্মীদের পরিবারে খাবার, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য খরচ তিনি নিজের ব্যয়ে বহন করেছেন। তৃণমূল নেতারা তার রাজনৈতিক নেতৃত্ব ও মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ মনোনয়ন দাবি করছেন।

আন্দোলনের সূচনায় ৩ নভেম্বর রাতে ইয়াছিন সমর্থকরা মহাসড়ক অবরোধ করেন। পরদিন কান্দিরপাড়সহ বিভিন্ন এলাকায় মশাল মিছিল হয়।
৬ নভেম্বর নারীদের সমাবেশ, ৭ নভেম্বর জুমার পর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া–মিলাদ এবং নফল রোজা ও গণ–ইফতারের আয়োজন করা হয়।
৮ নভেম্বর অনুষ্ঠিত হয় অবস্থান কর্মসূচি।

সমাবেশে মহানগর যুবদলের নেতা মশিউর রহমান সজিব বলেন,“হাজী ইয়াছিনের আন্দোলন শুধুই রাজনৈতিক নয়; এটি মানবিক উদারতার অনন্য দৃষ্টান্ত। তিনি নিজের অর্থ, শ্রম ও সময় দিয়ে তৃণমূলকে বাঁচিয়ে রেখেছেন।”

মহানগর যুবদলের নেতা মানসুর নিজামী বলেন,
“মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো ও ত্যাগের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার যোগ্যতা তার রয়েছে।”

মহনগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন,“কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের চুলা জ্বলার টাকাটাও নীরবে পৌঁছে দিতেন তিনি। অনেকেই জানতেন না—কে পাঠিয়েছে। আমাদের কাছে তিনি একজন অভিভাবকের মতো।”

নেতাকর্মীদের দাবি, মিলাদ, দোয়া, ব্যানার–পোস্টারসহ দলের সব কর্মসূচির ব্যয় হাজী ইয়াছিন নিজেই বহন করেছেন—যার কারণে তৃণমূল আজও তার প্রতি কৃতজ্ঞ।

আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম–আহবায়ক সালাউদ্দিন মিন্টু বলেন,
“যারা বিগত ১৭ বছরে এলাকায় আসেননি, পকেট থেকে দশ টাকা খরচ করেননি—তারাই আজ কেন্দ্রীয় নেতা। অনেকে ব্যক্তিগত সম্পর্কের কারণে মনোনয়ন পেয়েছেন। কিন্তু তৃণমূলে যারা জীবন–ঝুঁকি নিয়ে দল টিকিয়ে রেখেছে—তাদের আকাঙ্ক্ষাকে বঞ্চিত করবেন না।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি