শুক্রবার,১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ যাত্রী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১১.২০২৫


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে মালবাহী ট্রাক উল্টে সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের তিনজন যাত্রী নিহত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আট নম্বর মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ‘সন্ধ্যায় ফেলনা গ্রামে একটি মালবাহী ট্রাক উল্টে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের পড়ে যায়। হতাহতরা কোন পরিবহনের যাত্রী, তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি