রবিবার,৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লায় নিরাপত্তা জোরদারে র‌্যাবের বিশেষ টহল ও চেকপোস্ট অভিযান


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০২৫

হাবিবুর রহমান মুন্না:

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কুমিল্লায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উদ্যোগে বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছে।

বুধবার (১২ নভেম্বর) র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ দমন ও জাতীয় স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা শহর এবং আশপাশের এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে গভীর রাত পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনা এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চলছে।

এছাড়া, জনসচেতনতা বৃদ্ধি, জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি