কুমিল্লার মনোহরগঞ্জে নাশকতা পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাহাবউদ্দিন (৪৫) ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাকে বুধবার কুমিল্লার আদালতে পাঠানো হয়।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে জানায়, গত ২২ এপ্রিল মনোহরগঞ্জ থানাধীন এলাকায় বিএনপি অফিস পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় আসামি হিসেবে সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।


















































