এক সপ্তাহের অভিযানে সীমান্ত এলাকা থেকে প্রায় চার কোটি টাকার পণ্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়ার সুলনতানপুরের ৬০ ব্যাটালিয়নের জোয়ানরা। গত ৫ নভেম্বর থেকে ১২ নভেম্বর নাগাদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা, কুমিল্লার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে অভিযান চালিয়ে তিন কোটি টাকার শাড়িসহ বিভিন্ন পোশাক ও এক কোটি টাকার খাদ্যসামগ্রী জব্দ করা হয়।
তিনি আরো জানান, এ ছাড়া কসমেটিকস, ওষুধ, মদ, গাঁজা ইত্যাদি জব্দ করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত কয়েকটি যানবাহনও আটক করা হয়। সীমান্তে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।























































