মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আইন আদালত » স্তন্যদানকারী মাকে আটকের দায়ে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ


স্তন্যদানকারী মাকে আটকের দায়ে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দুধের শিশু থেকে আলাদা করে দুই মাকে ১৩ ঘণ্টা থানায় আটকে রাখার ঘটনার মাদারীপুর সদর থানার ওসি ও এসআইকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি ঘটনা তদন্ত করে আগামী ৮ মে প্রতিবেদন দাখিল করতে পুলিশ প্রধানকে নির্দেশ দেয়া হয়েছে।

দুই কর্মকর্তা হলেন- ওসি জিয়াউল মোরশেদ ও এসআই মো. মাহতাব।

বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

ওসি জিয়াউল মোরশেদ ও এসআই মো. মাহতাব ক্ষমা প্রার্থনা করলে আদালত বলেন, এখনি ক্ষমা নয়। তদন্ত প্রতিবেদন এলে তারপর দেখা যাবে।

পুলিশদের পক্ষে ছিলেন আইনজীবী কাজী সাজাওয়ার হোসেন ও ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

এর আগে ২১ মার্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট ব্যাখ্যা জানাতে ওই দুই কর্মকর্তাকে আদালতে তলব করেন। এর ধারাবাহিকতায় আজ দুই কর্মকর্তা হাজির হন। আইনজীবীর মাধ্যমে বক্তব্য দাখিল করেন। এবিষয়ে আদালত শুনানি শেষে দুই কর্মকর্তাকে প্রত্যাহরের আদেশ দেন।

‘দারোগার ক্রোধের শিকার দুই মায়ের ১৩ ঘণ্টা ভোগান্তি গত সোমবার আবেদনটি দায়ের করেন।

পরে আইনজীবী রানা কাওসার সাংবাদিকদের বলেন, গত ১২ মার্চ মাদারীপুরের লক্ষ্মীগঞ্জে বিরোধপূর্ণ একটি জমির তদন্তে যান এসআই মাহাতাব হোসেন। তিনি ওই জমির পাশের বাড়ির পনির হোসেনের কাছে মামলা সংক্রান্ত বিষয় জানতে চান। পনির কিছু জানেন না বলার পর এসআই মাহাতাব ক্ষিপ্ত হয়ে তাকে থাপ্পড় দেন। বাগবিতণ্ডার একপর্যায়ে সদর থানা থেকে তিন গাড়ি পুলিশ নিয়ে পনিরের বাড়িতে যান মাহতাব। তখন পনিরের স্ত্রী ও ভাবিকে টেনে-হিঁচড়ে থানায় নিয়ে যায় পুলিশ। তখন পনিরের স্ত্রীর তিন মাসের শিশু ও ভাবিকে ১৮ মাসের শিশুকে কোল থেকে রেখে যেতে বাধ্য করে পুলিশ। রাত ১২টার দিকে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। এভাবে কাউকে নিয়ে যাওয়া ও ১৩ ঘণ্টা আটকে রাখা বেআইনি ও মানবাধিকারের লঙ্ঘন। এই যুক্তিতে রিটটি করা হয়।

 

পূর্বাশানিউজ/০১-এপ্রিল,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি