সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এবারের বাজেটে এডিপিতে বরাদ্দ এক লাখ ৬৪ হাজার কোটি টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচী-এডিপিতে বরাদ্দ ধরা হচ্ছে এক লাখ ৬৪ হাজার কোটি টাকা। যা তিন বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ। আর চলতি অর্থবছরের চেয়ে ৩৮ শতাংশ বেশি। অর্থনীতিবিদরা বলছেন, বিশাল অংকের এবারের বরাদ্দ নির্বাচনকে সামনে রেখেই নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে স্বচ্ছতা আর সঠিক মনিটরিং এর অভাবে এডিপি বাস্তবায়ন হারের গতি বৃদ্ধি পাচ্ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।

২০১৪-১৫ অর্থবছরে এডিপির আকার ছিল ৭৫ হাজার কোটি টাকা। আর দেশে প্রথম এডিপির বরাদ্দ এক লাখ কোটি টাকা ছাড়ায় ২০১৫-১৬ অর্থবছরে। যদিও সংশোধনী বাজেটে ৬ হাজার কোটি টাকা কমিয়ে আনা হয়।

চলতি অর্থবছর ২০১৬-১৭ তে বরাদ্দ ধরা হয়েছিল ১ লাখ ২৩ হাজার ৩৪৫ কোটি টাকা। যা জানুয়ারি মাসে সংশোধনী নির্ধারণ হয় এক লাখ ১০ হাজার ৭শ’ কোটি টাকা।

বরাদ্দ অনুযায়ী প্রথম ১০ মাসে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৫২ শতাংশে। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২ শতাংশ বেশি। তবে লক্ষ্যমাত্রা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহি না থাকায় প্রতিবছর এডিপি বাস্তবায়নে ধীর গতি এবং শেষ দুই মাসে এর হার বেড়ে যায় বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ অফিস প্রধান অর্থনীতিবিদ বিশ্বব্যাংক ড. জাহিদ হোসেন বলেন, ‘মে-জুন মাসে বিরাট অঙ্কের একটি এডিপি ফান্ড রিলিজ হয়। আর এটি কি পুরোটাই ঠিকাদারদের বকেয়া পরিশোধ করার জন্য? আর যদি এতো টাকা সরকারের কাছে আটকে থাকে তাহলে তারা ব্যবসা চালাচ্ছে কিভাবে?’

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘খরচের জন্য খরচ করা। প্রধানমন্ত্রীর অফিস থেকে শুরু করে মন্ত্রণালয় ও সর্বস্তরে এই মনিটরিংটা অনেক উন্নত পর্যায়ে। আর কোনো মন্ত্রণালয় যদি না হয় তাহলে সেজন্য পরীক্ষানিরীক্ষা করতে হবে।’

২০১৭-১৮ অর্থবছরে বাজেটে এবার শায়িত্বশাসিত প্রতিষ্ঠানের উন্নয়নসহ এডিপিতে বরাদ্দ ধরা হচ্ছে ১ লাখ ৬৪ হাজার কোটি টাকা। নির্বাচনকে সামনে রেখে এ বরাদ্দের মাধ্যমে পদ্মা সেতুসহ মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন এবং বড় একটি অংশ স্থানীয় পর্যায়ে দৃশ্যমান উন্নয়ন দেখানোর লক্ষ্যেই ব্যয় হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, ‘ব্যাপকভাবে এখানে লোকাল গর্ভমেন্টের জন্য সবচেয়ে বড় লোকেশন দেয়া হয়েছে। আর এই টাকাটা বহু রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। কাজেই আমি মনে করি এই ব্যাপক অঙ্কের অর্থটা যখন ব্যবহার করতে যাচ্ছি তখন এই গুণগত মান যেন ভাল থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে।’

নতুন এডিপিতে স্থানীয় মুদ্রায় যোগান দেয়া হবে ৯৬ হাজার ৩৩১ কোটি টাকা।

পূর্বাশানিউজ/২২-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি