মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৪.২০২১

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরে গত দুই দিনে করোনা শনাক্ত হয়েছে ৬৯ জনের। এ পর্যন্ত চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭শত ছাড়িয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে- চাঁদপুর সদরে ৩৯ জন, ফরিদগঞ্জে ২ জন, হাজীগঞ্জে ৬ জন, কচুয়ায় ৭ জন, শাহরাস্তিতে ৪ জন, মতলব উত্তরে ৪ জন, মতলব দক্ষিণে ৫ জন ও হাইমচরে ২ জন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনা ভাইরাস শনাক্ত রোগী ৩ হাজার ৭৪০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৫ জন। গত দুই দিনের সুস্থ্য রোগীর সংখ্যা ৫০ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৮২ জন।

জেলায় মৃত ১০৩ জনের মধ্যে চাঁদপুর সদরে ৩৬, ফরিদগঞ্জে ১৫, হাজীগঞ্জে ১৮ জন, শাহরাস্তিতে ৯জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৫ জন ও হাইমচরে ২ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বৃহস্পতিবার এক প্রেস নোটে জানান, গত দুই দিনের প্রাপ্ত রিপোর্ট ২৭৯ টি। এর মধ্যে ৬৯টি পজেটিভ ও ২১০ টি নেগেটিভ। এ পর্যন্ত প্রেরণকৃত নমুনার সংখ্যা ২২ হাজার ৮৬৮ টি। এর বিপরীতে রিপোর্ট এসেছে ২২ হাজার ৭৫৫ টি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি