রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মামুনুল হকের ২০ মামলার জামিন, বাকি আরও ২১


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০২৩

ডেস্ক রিপোর্ট:

পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরের অভিযোগে করা আরও তিন মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (০৯ মে) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামুনুল হকের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। মামুনুল হকের আইনজীবী সগীর হোসেন লিয়ন এ তথ্য নিশ্চিত করেন।

মামুনুল হকের আইনজীবী জানান, তার বিরুদ্ধে ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭ মামলায় তিনি জামিন পেয়েছেন। আজ আরও তিন মামলায় জামিন পেলেন। তার কারামুক্তির জন্য আরও ২১ মামলায় জামিন পেতে হবে।

মঙ্গলবার জামিন পাওয়া তিন মামলার মধ্যে দুটি সিদ্ধিরগঞ্জ ও একটি সোনারগাঁও থানার। মামুনুলের বিরুদ্ধে ৪১ মামলার মধ্যে মতিঝিল থানায় চারটি, পল্টন থানায় ৯টি, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় তিনটি, সিদ্ধিরগঞ্জে তিনটি, হাটহাজারী মডেল থানায় আটটি, খুলনার সোনাডাঙ্গা থানায় একটি, কুমিল্লার চান্দিনা থানায় একটি, রাজধানীর ভাটারা থানায় একটি, মোহাম্মদপুর থানায় একটি, দারুস সালাম থানায় পাঁচটি ও মিরপুর মডেল থানায় তিনটি। এ ছাড়া তার বিরুদ্ধে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালেও দুটি মামলা রয়েছে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি