শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ইরাকে মার্কিনবাহিনীর ব্যাপক বিমান হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০১৪

Iraq0_62825ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের ওপর মার্কিনবাহিনী ব্যাপক বিমান হামলা চালিয়েছে। দেশটির হাদিথা বাঁধের কাছে অন্তত পাঁচবার বিমান হামলা চালানো হয়। কৌশলগত কারণে হাদিথা বাঁধ খুব গুরুত্বপূর্ণ।
এর আগে মার্কিন সরকার আইএসের ওপর আরও বিমান হামলা চালানোর ঘোষণা দেয়। এরই অংশ হিসেবে এ সব হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। রবিবারের এ হামলায় আইএসের যুদ্ধযান, বিমান বিধ্বংসী গোলা ও তাদের একটি কমান্ড পোস্ট ধ্বংস হয়েছে বলে মার্কিনবাহিনী দাবি করেছে।
এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘ইরাক সরকারের অনুরোধে এবং আমাদের মিশনের কর্মকর্তাসহ সব কিছু রক্ষায় আইএস সদস্যদের ওপর বিমান হামলা চালানো হচ্ছে।’
সিরিয়া সীমান্তের কাছে এ বিমান হামলা চালানো হয়েছে বলে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন।
এ সব হামলায় ইরাকি হেলিকপ্টারও অংশ নিচ্ছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। ইরাকের সরকারি টেলিভিশনে বলা হয়েছে, ইরাকি সেনারা হাদিথা বাঁধ থেকে ১৫ কিলোমিটার দূরের বারওয়ানা এলাকার দখল নিয়েছে। ওই এলাকা দেশটির উত্তরাঞ্চলের প্রবেশ পথ।
উল্লেখ্য, গত মাসে আইএস যোদ্ধারা হাদিথা বাঁধের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য অন্তত ছয়টি জেনারেটর রয়েছে। তাছাড়া এটি দেশের দ্বিতীয়-প্রধান বিদ্যুৎ ভাণ্ডার।
এদিকে, কুর্দিদের পেশমার্গা যোদ্ধারা ইরাকি বিমানবাহিনীর সাহায্যে গাজ্জার পর্বতের পুনর্দখল নিয়েছে। স্থানটি কালাকের নিকটবর্তী এবং মসুল যাওয়ার পথে অবস্থিত।
উল্লেখ্য, আইএস দমনে আরব লীগের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার ঘোষণার পরই এ সব হামলার ঘটনা ঘটলো।
আরব লীগ প্রধান নাবিল আল আরাবি রবিবার বলেছেন, আইএস দমনে রাজনৈতিক ও সামরিকসহ সমন্বিত পদক্ষেপ নিতে হবে। এছাড়া সশস্ত্র এ গ্রুপটি দমনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া এক প্রস্তাবেও সমর্থন দেয় আরব লীগ। সূত্র: আল জাজিরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি