শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এবারের আইপিএলে সবচেয়ে বড় ছক্কা কার?


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০২৪

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ফিনিশার হিসেবে ধরা হয় মহেন্দ্র সিং ধোনিকে। মিডল অর্ডারে নেমে ভারতকে বহু ম্যাচে জিতিয়েছেন দলটির সাবেক এই অধিনায়ক। উইকেটরক্ষক এই ব্যাটার জাতীয় দলে নেই সেই ২০১৯ সাল থেকেই। শুধুই খেলেন আইপিএলে। গত দুই আসর ধরেই এই টুর্নামেন্টে ব্যাটিং অর্ডারে নিজেকে আরও নিচে নিয়ে গেছেন ধোনি। তবে ব্যাটে যে এখনও মরচে পড়েনি সেটি চলতি আইপিএলে দেখিয়ে যাচ্ছেন তিনি।

ধোনির হার্ড হিটিং ক্ষমতা দেখা গেল গতকাল, চেন্নাই সুপার কিংস ও লখনৌ সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচে। এদিন তিনশ’র ওপর স্ট্রাইক রেখে মাত্র ৯ বলে ২৮ রান করেছেন চেন্নাইয়ের এই ব্যাটার। যেখানে তিনটি চারের পাশাপাশি হাঁকিয়েছেন দুইটি দানবীয় ছক্কা।

ধোনির হাঁকানো দুইটি ছক্কার মধ্যে একটি ছাড়িয়েছে একশ মিটারের সীমা। লখনৌয়ের একানা স্টেডিয়ামে ইনিংসের শেষ ওভারে যশ ঠাকুরের তৃতীয় বলে লং অনের ওপর দিয়ে ১০১ মিটারের বিশাল ছক্কা মারেন ধোনি। যেটি চলতি আইপিএলে সপ্তম বৃহত্তম ছক্কা।

সবচেয়ে বড় ছক্কা মারার কীর্তি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দীনেশ কার্তিকের। ১০৮ মিটার দীর্ঘ বিশাল ছক্কা হাঁকিয়েছেন জয়ের জন্য হাপিত্যেশ করা আরসিবির এই খেলোয়াড়।

আইপিএল ২০২৪-এ দীর্ঘতম ছক্কার তালিকা

দীনেশ কার্তিক (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)- ১০৮ মিটার

হেনরিক ক্লাসেন (সানরাইজার্স হায়দরাবাদ)- ১০৬ মিটার

ভেঙ্কটেশ আইয়ার (কলকাতা নাইট রাইডার্স)- ১০৬ মিটার

নিকোলাস পুরান (লখনৌ সুপার জায়ান্টস) – ১০৬ মিটার

ইশান কিষাণ (মুম্বাই ইন্ডিয়ান্স) – ১০৩ মিটার

আন্দ্রে রাসেল (কলকাতা নাইট রাইডার্স)- ১০২ মিটার

এমএস ধোনি (চেন্নাই সুপার কিংস)- ১০১ মিটার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি