শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০১৪

Pakistan-floodপাকিস্তানে বৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় সোমবার এ পর্যন্ত ২০৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। খবর ডননিউজের। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা আহমেদ কামাল জানান, পাঞ্জাবে ১৩১ জন, গিলজিত বালতিস্তানে ১১ জন ও আজাদ কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে ৬৩-তে দাঁড়িয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, চেনাব নদীর ত্রিম্মু ব্যারেজ দিয়ে এ দিন এক লাখ ৭৭ হাজার কিউসেক পরিমাণ পানি প্রবাহিত হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৪-৪৮ ঘণ্টায় ত্রিম্মু ব্যারেজ দিয়ে সর্বোচ্চ ৮ লাখ কিউসেক পরিমাণ পানি প্রবাহিত হতে পারে। আবহাওয়া বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত পানিপ্রবাহ বজায় থাকবে। এ সময় বন্যা পরিস্থিতি আরও প্রকট আকার ধারণ করতে পারে।
এদিকে বন্যাদুর্গতদের অবস্থা পর্যবেক্ষণ করতে সোমবার সকালে রাওয়ালকোট এলাকায় যান দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এ সময় তার সঙ্গে আজাদ জম্মু ও কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দারও ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি