শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসের অতিথি চীনা প্রেসিডেন্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৫

pak

বিশেষ প্রতিবেদনঃ

ভারতের পর এবার পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস। ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাত বছর বিরতির পর আগামী ২৩ মার্চ প্রজাতন্ত্র দিবসে এই যৌথ সামরিক কুচকাওয়াজের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের এক শীর্ষ সেনা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়। লক্ষ্য করার বিষয় হলোÑ পাক-ভারত øায়ুযুদ্ধ চলে দেশ দুটির জš§লগ্ন থেকেই। ভারত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে পাকিস্তানও চালায়। একে অপরকে বোঝাতে চায় কেউ কারো চেয়ে দুর্বল নয়। দেশ দুটির এই øায়ু যুদ্ধের সুযোগে তাদের সঙ্গে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। ভারতের প্রজাতন্ত্র দিবস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চীনের সামরিক কুচকাওয়াজে অতিথি হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। ভারতে ওবামার আতিথেয়তায় চীন মনঃক্ষুণœ হতে পারে মনে করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ছুটে যান বেইজিং। পরে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফরে যাবেন এবং চীনের প্রেসিডেন্টও ভারত সফর করবেন।

পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে তিনবাহিনীর যৌথ আয়োজনে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে থাকবে সমরাস্ত্র প্রদর্শনী ও পাকিস্তানের অন্যান্য ঐতিহ্যবাহী অনুষ্ঠান। কুচকাওয়াজের স্থান এখনও নির্ধারিত না হলেও রাজধানী ইসলামাবাদের আশপাশের কোনো স্থানে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে পারে বলে ডনকে জানিয়েছেন পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা। পাকিস্তানে প্রজাতন্ত্র দিবসে সর্বশেষ সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালের ২৩ মার্চ। তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জেনারেল পারভেজ মোশাররফ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি