শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বিজেপিতেই মোদিবিরোধী সুর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৫

bjp_12568-400x266

বিশেষ প্রতিবেদনঃ

বিজেপির একাংশ ক্রমেই মোদির ওপর ক্ষেপে উঠছে এই মর্মে যে, তার মন্ত্রিসভা হিন্দুদের স্বার্থ রক্ষায় যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে না। খোদ বিজেপির ভেতরের অনেক নেতাই এমনটা মনে করছেন। এক্ষেত্রে এগিয়ে আছেন বিজেপি সাংসদ ও ধর্মীয়নেতা সচ্চিদানন্দ হরিস্বাক্ষী মহারাজ। তিনি অভিযোগ করেন, হিন্দুদের কল্যাণে কোনো কাজেই এগিয়ে আসছে না মোদি। বিবিসি

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি হাত দিয়ে নৌকা চালানোর অভিনয় করে দেখান। বলেন, মোদিকে এমন এক মাঝি হতে হবে, যার একহাতে অর্থনীতি উন্নয়নের বৈঠা, আর হাতে হিন্দু ধর্মের। তা না হলে শুধু একদিকে চালানো বৈঠার কারণে এক জায়গাতেই শুধু ঘুরপাক খেতে থাকবে সে। হরিস্বাক্ষী মহারাজ ভারতের প্রভাবশালী ধর্মীয় নেতাদের একজন। ২০১৪ সালের নির্বাচনে উত্তরপ্রদেশের উন্নাও আসন থেকে তিনি বিজেপির পক্ষ থেকে বিজয়ী হয়েছেন। সাম্প্রদায়িক মন্তব্য করে তিনি বহুবার বিতর্কিত হয়েছেন। তিনি মনে করেন, যেসব হিন্দু পরবর্তীতে মুসলমান ও খ্রিস্টান হয়েছে তাদের হত্যা করা উচিৎ। দিল্লীস্থ সাউথ এশিয়া এনালাইসিস গ্র“পের পরিচালক এস চন্দ্রশেখর মনে করেন, মহারাজের মতো সাম্প্রদায়িক নেতা মোদির নতুন রাষ্ট্রনীতির পথে প্রধান বাধা। এদের ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে তারা মোদির গঠনমূলক উদ্যোগগুলোর গায়ে জল ঢেলে দেবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি