শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসে পস্তুত মার্কিন বোমা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৫

yªwvyw

পূর্বাশা ডেস্কঃ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার তেহরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়ে বলেছেন, প্রয়োজনে ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংসের জন্য আমেরিকার বাঙ্কার বিধ্বংসী বোমা প্রস্তুত রয়েছে। মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’কে এ কথা বলেছেন তিনি।

ম্যাসিভ ওর্ডিন্যান্স পেনিটেটর নামে পরিচিত বাঙ্কার বিধ্বংসী বোমা ভূগর্ভের ২০০ ফুট গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে।

তিনি বলেন, বাঙ্কার বিধ্বংসী বোমাকে উন্নত করেছে আমেরিকা এবং বর্তমানে এই বিকল্প ব্যবস্থা ওয়াশিংটনের হাতে আছে। আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিজের দায়িত্বের বর্ণনা দিতে যেয়ে কার্টার বলেন, অন্যান্য বিষয়ের সঙ্গে ইরানে সামরিক হামলার বিষয়টি তৈরি রাখাও তার দায়িত্বের অংশ।

এ ছাড়া, চূড়ান্ত পরমাণু চুক্তিতে ইরানের সামরিক পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে বলেও দাবি করেন তিনি।

টানা আট দিন আলোচনার পর চলতি মাসের ২ তারিখ ইরান ও ছয় জাতিগোষ্ঠী পরমাণু সমঝোতার বিষয়ে যৌথ বিবৃতি দেয়ার পর নতুন করে এ হুমকি দিলেন অ্যাশ্টন কার্টার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি