শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান চলাচল প্রস্তাব পাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৬

Usa_flag_sm_516841160
ডেস্ক রিপোর্টঃ

বেসরকারি বিমান চলাচলের সুযোগ রেখে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল চুক্তির খসড়া ও পাট আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এসব অনুমোদন করা হয়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচলের প্রস্তাবটি বাস্তবায়িত হলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের অনুমতি নিয়ে বিভিন্ন সংস্থা দুদেশের মধ্যে ফ্লাইট পরিচালনা করতে পারবে।

এদিকে, ১৯৬২ সালের অর্ডিনেন্স অনুযায়ী ইংরেজিতে করা পাট আইন বাংলায় অনুবাদ করা হয়ছে। আগের আইনে সাজার মেয়াদ সুনির্দিষ্ট না থাকায় সর্বোচ্চ ৩ বছরের জেল অথবা ১ লাখ টাকা জরিমানা অথবা উভয় দ-ের বিধান রেখে আইনটি অনুমোদন করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি