শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


জনসংখ্যা বাড়লেও আয় বড়াছে না সৌদিবাসীদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৬

sudi-arabia-p
আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের জনসংখ্যা বাড়লেও সে অনুপাতে আয় বাড়েনি। দেশটির মোট জনসংখ্যা বছরের ব্যবধানে ২ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সোয়া তিন কোটি। তবে মাথাপিছু বার্ষিক আয় কমেছে ১৫ শতাংশের বেশি।

আজ বৃহস্পতিবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০১৪ সালে সৌদি আরবের জনসংখ্যা ছিল তিন কোটি সাত লাখ ৭০ হাজার। ২০১৫ সালে তা ২ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় তিন কোটি ১৫ লাখ ২০ হাজার।

দেশটির পরিসংখ্যান ও তথ্য অধিদপ্তরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ সৌদি। ২০১৫ সালে সৌদিদের সংখ্যা দাঁড়ায় দুই কোটি ১১ লাখ। আর বিদেশিদের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি চার লাখ। তথ্য অনুযায়ী, গত ১২ বছরে সৌদি আরবের জনসংখ্যা দেড় গুণ বেড়েছে।

দেশটির জনসংখ্যা ২০০৪ সালে ছিল দুই কোটি ২৬ লাখ। এর পর ২০০৫ সালে দুই কোটি ৩৩ লাখ, ২০০৬ সালে দুই কোটি ৪১ লাখ, ২০০৭ সালে দুই কোটি ৪২ লাখ, ২০০৮ সালে দুই কোটি ৪৮ লাখ, ২০০৯ সালে হয় দুই কোটি ৫৪ লাখ, ২০১০ সালে দুই কোটি ৭৬ লাখ, ২০১১ সালে দুই কোটি ৮৪ লাখ, ২০১২ সালে দুই কোটি ৯২ লাখ, ২০১৩ সালে তিন কোটি, ২০১৪ সালে তিন কোটি সাত লাখ ৭০ হাজার ও ২০১৫ সালে তিন কোটি ১৫ লাখ ২০ হাজার দাঁড়িয়েছে।

গত ১২ বছরে সৌদি আরবের মাথাপিছু মোট দেশজ উৎপাদনের (জিডিপি) গড় প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশ। এ হিসাবে বার্ষিক গড় আয় বাড়ে তিন হাজার ২০০ রিয়াল (এক রিয়াল = ২১ টাকা)।

দেশটির জিডিপি সবচেয়ে বেশি বেড়েছে ২০১০ ও ২০১১ সালে। ওই সময়ে এর হার ছিল ২৪ শতাংশ। সে সময় মাথাপিছু বার্ষিক আয় ৭১ হাজার ১০০ রিয়াল থেকে বেড়ে দাঁড়ায় ৮৭ হাজার ৯০০ রিয়াল।

প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে সৌদির জিডিপির জন্য সবচেয়ে খারাপ বছর ছিল ২০০৯ সাল। ২০০৮ সালে বার্ষিক মাথাপিছু আয় ৭৮ হাজার ৬০০ রিয়াল ছিল। কিন্তু ২০০৯ সালে ১৯ শতাংশ কমে। আর ২০১৪ সালে বার্ষিক মাথাপিছু আয় ছিল ৯১ হাজার ৯০০ রিয়াল বা ১৯ লাখ ৩০ হাজার টাকা। তবে ২০১৫ সালে ১৫ শতাংশ কমে এর পরিমাণ দাঁড়ায় ৭৭ হাজার ৭০০ রিয়াল বা ১৬ লাখ ৩২ হাজার টাকা। এ হিসাবে বছরের ব্যবধানে মাথাপিছু বার্ষিক আয় কমেছে ১৫ দশমিক ৪৫ শতাংশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি