শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পাকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতকে বিদায়ী সংবর্ধনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৬

Rawalpindi-400x266
ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সোহরাব হোসাইনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে রাওয়ালপি-ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই)। বুধবারের এ অনুষ্ঠানে পাকিস্তানে কর্মরত বিদায়ী রাষ্ট্রদূতদের মেধাবী সেবার স্বীকৃতি দেয় আরসিসিআই।

সোহরাব হোসেন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ভ্রাতৃত্ব¡পূর্ণ সম্পর্ক উপভোগ করে। সময়ের ব্যবধানে এই সম্পর্ক আরো শক্তিশালী হবে। স্মৃতিচারণ করে সোহরাব আরসিসিআই সদস্যদের বাংলাদেশ সফরের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের সদ্য নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রতদূতরাও উপস্থিত ছিলেন। বিদায়ী রাষ্ট্রদূতদের মধ্যে কূটনৈতিক কর্পোরেশনের ডিন ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত রুডোল্ফ জে মার্টিনও উপস্থিত ছিলেন। তিনি এখানে ১২ বছর কর্মরত ছিলেন। অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্রদূত কর্মরত ছিলেন ছয় বছর।

অভ্যর্ত্থনা ও বিদায়ী অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইসা আবদুল্লাহ আল নোয়াইমি, আফগানস্তানের রাষ্ট্রদূত ওমর ঝাখিল ওয়াল, ইরানের রাষ্ট্রদূত মেহেদিসহ থাইল্যান্ড, সুইডেন, পোলান্ড, কোরিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন।

আরসিসিআই এর প্রেসিডেন্ট মিয়ান হুমায়ুন পারভেজ স্বাগত ভাষণে সব দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টার কথা ব্যক্ত করেন।

বিদায়ী রাষ্ট্রদূতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এসব রাষ্ট্রদূত তাদের নিজ নিজ দেশে পাকিস্তানের ভাবমূর্তি প্রতিষ্ঠিত করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি