শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মোদির পাকিস্তান নীতিতে মনমোহনের সমালোচনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০১৬

M.Sing-to-Pakistan-400x257

ডেস্ক রিপোর্টঃ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহ তার উত্তরসূরী নরেন্দ্র মোদির সরকারের সমালোচনা করেছেন। ভারতে দ্রব্য মূল্যের দাম একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়েও মোদি সরকারের সমালোচনা করেন মনমোহন সিং। খবর দ্য ডনের।

‘ইন্ডিয়া টুডে ম্যাগাজিনে’ দেওয়া বিরল এক সাক্ষাৎকারে কংগ্রেসের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, সরকারের উচিত প্রতিবেশি দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোনো অগ্রগতি আনতে পারেনি মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার।

মনমোহন বলেন, অবশ্যই আমি প্রধান শক্তিধর দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক স্থাপনকে সমর্থন করি। তবে আমি যা বলতে চাই তা হচ্ছে , প্রকৃতপক্ষে  প্রতিবেশির সঙ্গে তাল মিলিয়ে চলাই হচ্ছে সফলতা। প্রতিবেশিদের কীভাবে চালাচ্ছেন সেটি হচ্ছে দেখার বিষয়। মোদি সরকার পাকিস্তানের বিষয়ে যে নীতি গ্রহণ করেছে তা যথাযথ নীতি নয়। এক ধাপ এগিয়ে গেলে দুই ধাপ পিছিয়ে যাচ্ছেন তিনি।

মনমোহন সিং বলেন, মোদি সরকারের উচিৎ দেশে আর্থিক ভারসাম্য বজায় রাখা যাতে বিনিয়োগ বৃদ্ধি পায়। ব্যাপকভাবে বিনিয়োগের সুযোগ তৈরি করতে হবে যা সঠিকভাবে করতে পারছে না সরকার। ভারতে আমদানির চেয়ে কম মূল্যে তেল ও পণ্য বিক্রি হচ্ছে যা প্রতিহত করতে সরকার সম্পূর্ণ অক্ষম।

আমদানি পণ্যের মূল্যের চেয়ে বাজারে কম দামে বিক্রি হওয়ায় ভারতে বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পাচ্ছে। যেখানে অর্থনীতি বৃদ্ধির কথা সেখানে হ্রাস পাচ্ছে। বিশেষজ্ঞরা এই জন্য সমালোচনা করছেন বলে জানান সিং। ডিসেম্বরে ৭.৩ শতাংশ অর্থনীতির প্রবৃদ্ধি হলেও মুদ্রাস্ফীতির হার বেড়েছে। উৎপাদনের পণ্যের মূল্য ২০ শতাংশ বেড়েছে তাতে বিনিয়োগও কমেছে বলে ইন্ডিয়া টুডেকে জানান মনমোহন সিং।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি