শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


যদি ‘সিঙ্গাপুর’ হওয়াটাই বাংলাদেশের প্রত্যাশা হয়, তবে. . .


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০১৬

news-192
ডেস্ক রিপোর্টঃ

প্রথমা থেকে প্রকাশিত প্রয়াত মেজর জেনারেল এম খলিলুর রহমান রচিতÑ ‘কাছ থেকে দেখা ১৯৭৩-১৯৭৫’ বইয়ে একটি মধ্যাহ্নভোজের বর্ণনা রয়েছে। সেখানে বঙ্গবন্ধু নিজের জন্য পাঠানো ইলিশ মাছ লেখকের সঙ্গে ভাগাভাগি করে খেয়েছেন। লেখকের ভাষায় তা ছিলÑ বঙ্গবন্ধু ‘ইলিশ মাছের মাথা ভাগ করার মতো কিছুটা দুরূহ কাজ অত্যন্ত যতœ ও নিপুণতার সঙ্গে করেছিলেন’। তার ভাষায়Ñ খাবার শেষে তিনি নিত্যকার অভ্যাসমতো খাটের শিয়রের কাঠটির ওপর বালিশ রেখে তাতে ভর করে আরাম করে আধশোয়া অবস্থায় আমাকে পাশের চেয়ারটা দেখিয়ে বললেন, ‘বসো’। বসার পর একথা-সেকথার পর তুললেন বাকশাল প্রসঙ্গ। বাকশালের প্রস্তাবিত গঠনতন্ত্র আমার মোটামুটি জানাই ছিল।

অতএব, তাঁর বক্তব্য সংক্ষিপ্ত করেই বললেন, ‘বুঝলে খলিল, আমি এরকম একটা ‘সিস্টেম’ প্রবর্তন করতে চাই, যেখানে সমগ্র জাতি অংশগ্রহণ করবে। যেমনÑ রাজনীতিক, অর্থনীতিবিদ, অন্যান্য পেশার লোক এমনকি পুলিশও। এঁরা সবাই একই দলের সদস্য হবেন। কেউ এই দলে, কেউ ওই দলে, আবার দলে দলে মারামারি। ফলে জাতির মধ্যে বিভক্তি ও শৃঙ্খলাহীনতা, এসব থাকবে না। সবাই মিলেমিশে দেশের উন্নয়ন করবে। এ জন্য দেশে মাত্র একটি রাজনৈতিক দল হবে। তার নাম হবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল। পত্রিকার সংখ্যাও কমিয়ে মাত্র কয়েকটা করা হবে। তাদের কাজ হবে সরকারের কাজকর্ম ও ভবিষ্যতের পরিকল্পনা জনগণকে বোঝানো ও তাদের উদ্বুদ্ধ করা। আর নির্বাচনে কোটি কোটি টাকার খরচ না করে দল থেকে প্রতিটি পদের জন্য তিনজনকে মনোনয়ন দেওয়া হবে। এই তিনজনের মধ্যে জনগণ যাকে খুশি ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই হবে মোটামুটি সিস্টেম’। এটুকু বলেই জিজ্ঞেস করলেন, ‘খলিল, তুমি কী বলো’?

এতে লেখক সময়ক্ষেপণ না করে উত্তর দিলেন- ‘স্যার, (তাঁর জীবিতকালে আমি তাঁকে ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করিনি কখনও। মুখ দিয়ে আসতও না) আপনি রাজনীতিক আর আমি সিপাহি এবং তাদের পরিচালক। আমি আপনার এই রাজনৈতিক ‘সিস্টেম’ (সিস্টেম কথাটা বঙ্গবন্ধুই ব্যবহার করতেন, এমনকি বক্তৃতায়ও) বুঝি না। বোঝার চেষ্টাও করি না, বোঝার প্রয়োজনও তেমন অনুভব করি না। তবে একটা কথা এখানে পরিষ্কারভাবে বলে রাখি, চাকরিতে আমি আপনার কথায়ই যোগদান করেছি। যতদিন চাকরিতে আছি, ততদিন আপনার চলার পথে আপনার সঙ্গেই থাকব’। উত্তর শুনে বঙ্গবন্ধু মনে হলো একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেললেন। আধশোয়া অবস্থা থেকে মাথা বালিশে এলিয়ে দিয়ে শুয়েই পড়লেন।

ছাদের দিকে দৃষ্টি নিবদ্ধ করে একমুহূর্ত ভাবলেন। তারপর বললেন, ‘খলিল, আমিই কি আর বুঝি’? কথাটা শুনে আমি কিছুটা হলেও স্তম্ভিত হয়ে গেলাম। তবে বুঝলাম, কথাটা সত্য। যদিও আমার সামনে প্রকাশ করা হয়তো তাঁর ঠিক হয়নি। কারণ, এটা তাঁর একবারে মনের ভেতরের কথা। আমি আজও ভাবি, সেদিন তিনি ওভাবে আমার সামনে স্বগতোক্তি করলেন কেন? হয়তো ধরে নিয়েছিলেন, আমার মাধ্যমে কথাটা প্রকাশ পাবে না। এতদিন পায়ওনি। তিনি ছাদের দিকে তাকিয়ে কী যেন ভাবছিলেন। আর আমি মনে মনে বলছিলাম সোহরাওয়ার্দী ছিলেন গণতন্ত্রের মানসপুত্র। আপনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। এ জন্য প্রাণদানের জন্যও প্রস্তুত ছিলেন। আজ স্বাধীন বাংলাদেশের শাসনকাজ হাতে নিয়ে কিছুটা ব্যর্থ হয়েছেন। কিন্তু তাই বলে আপনি গণতন্ত্র ত্যাগ করবেন?

এ কারণে কেউ যখন সিঙ্গাপুরের উন্নতির উদাহরণটা টেনে বাংলাদেশকে একীভূত করেন, তখন সিঙ্গাপুরের গণতন্ত্রের বিষয়ে মানবাধিকারকর্মী থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প-িতের সমালোচনা এবং বিরোধী দলের গ্রেফতার থেকে মামলায় দেউলিয়াত্ববরণের করুণ ‘দুর্ভাগ্য’টি নিজের মানসপটে ভেসে ওঠে।

সেই ‘দুর্ভাগ্য’ নিয়েই ২০১১ সালের ১০ মে যুক্তরাজ্যের খ্যাতনামা ‘গার্ডিয়ান’ পত্রিকায় সিঙ্গাপুর ডেমোক্রেটিক পার্টির নেতা চি সুন জুয়ান ‘সিঙ্গাপুর ইজ টেকিং দ্য ফার্স্ট স্টেপস টু ট্রু ডেমোক্রেসি’ অর্থাৎ ‘সত্যিকার গণতন্ত্রের পথে সিঙ্গাপুরের প্রথম পথচলা’ শিরোনামে একটি নিবন্ধ লেখেন। এতে প্রশ্নাতীত উন্নয়নসমৃদ্ধ সিঙ্গাপুরের অর্ধ শতাব্দীর এক দলীয় সরকারের যাঁতাকলে বিরোধী মতাদর্শের নাগরিকের বিচারহীন বন্দিত্ব এবং প্রতিবাদ আয়োজনের জন্য কর্তৃপক্ষের ‘লাইসেন্স’ গ্রহণ, এমনকী তিন দশকের প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ ও তার উত্তরাধিকারী গহ চোক টং কর্তৃক মানহানির মামলায় এক মিলিয়ন ডলারের জরিমানায় দেউলিয়া হওয়া ওই নিবন্ধকারের নির্বাচনি অযোগ্যতাটি উদ্ভাসিত। বলাবাহুল্য, তাকে স্বাধীন মতপ্রকাশ ও সমাবেশ আয়োজনের জন্য বারংবার জেলে যেতে হয়েছে।

চি সুন জুয়ান তার নিবন্ধে লিখেছেনÑ এখন সরকারের অব্যাহত নিষ্পেষণের বিরুদ্ধে গণরোষ অনুভূত; কেননা সরকার মনে করে তারাই দেশ পরিচালনায় যোগ্য। মন্ত্রীদের বেতন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের তুলনায় কয়েক গুণ বেশি অথচ দরিদ্ররা গৃহহীন ও অভাবক্লিষ্ট। সরকারি নেতারা জনসেবার ধারণা থেকে বিস্মৃত। সেই স্বেচ্ছাচারিতায় প্রশাসনের লোকজন বিরোধী দল ও তার দলে যোগ দিচ্ছেন, যা এক বছর আগেও ছিল অকল্পনীয়। মূলধারার প্রতিটি গণমাধ্যমই সরকারি দল নিয়ন্ত্রিত। ফলে তাদের ইস্তেহারটি প্রচারণায় উপেক্ষিত। এতে ইন্টারনেটে তারা ভোটারের মন জয়ে এগিয়েছেন এবং জনগণও অপ্রতিরোধ্যভাবেই সে বহিঃপ্রকাশটি ঘটিয়েছে। তাতে পেছনে ফিরে যাওয়া নয়, বরং ‘নিউ মিডিয়া’ পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে মানুষকে একত্রিত করছে। গণতন্ত্রের পথ সুদীর্ঘ ও কষ্টসাধ্য। কিন্তু সিঙ্গাপুর সংসদীয় গণতন্ত্রের পথেই এগিয়ে যাচ্ছে, এমনটাই লিখেছেন ওই নিবন্ধে সিঙ্গাপুর ডেমোক্রেটিক পার্টি বা সংক্ষেপে এসডিপির নেতা চি সুন জুয়ান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি